۱۲ آذر ۱۴۰۳ |۳۰ جمادی‌الاول ۱۴۴۶ | Dec 2, 2024
যে বদ-অভ্যাস নিয়ামত বিনষ্ট করে দেয়!
যে বদ-অভ্যাস নিয়ামত বিনষ্ট করে দেয়!

হাওজা / ইসলামে অপচয় ও অপব্যয়ের ব্যাপারে কঠোর বিধিনিষেধ রয়েছে! অপচয় ও অপব্যয় কেবল গুনাহের কারণই নয়, বরং তা নিয়ামত ও বরকত বিনষ্টেরও কারণ।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইমাম মুসা কাযিম (আ.) বলেন,

مَنْ بـَذَّرَ وَ اَسـْرَفَ زالَـتْ عَنْهُ النـِّعْمَةُ.

যে ব্যক্তি অপচয় ও অপব্যয় করবে, তার নিকট থেকে নিয়ামত ও বরকত দূরে চলে যাবে (অর্থাৎ তার প্রাপ্ত নিয়ামত ও বরকত বিনষ্ট হয়ে যাবে)।

[বিহারুল আনওয়ার- খন্ড ৭৫, পৃষ্ঠা- ৩২৭]

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের অপচয় ও অপব্যয় করা থেকে হেফাজত করুক।

تبصرہ ارسال

You are replying to: .